রাকিব-রাজনসহ সকল শিশু হত্যার বিচারের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের আয়োজনে মানবন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিভাতের সামনে এ মানবন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, শিশু হত্যার ঘটনায় জড়িতদের এমন দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া দরকার যেনো পুনরায় কেউ এ ধরনের দুঃসাহস না দেখায়। সরকারের কাছে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির জোর দাবি জানান মানববন্ধনে উপস্থিত বক্তারা।এ সময় উপস্থিত ছিলেন, সমাজবিজ্ঞান বিভাগের সভাপতি প্রফেসর ওয়ারদাতুল আকমাম, অধ্যাপক মোস্তাফিজুর রহমান, অধ্যাপক ফয়জার রহমান, অধ্যাপক সুলতানা মোস্তফা খানম প্রমুখ। এছাড়া বিভাগের প্রায় তিন শতাধিক শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।উল্লেখ্য, গত ৮ জুলাই সিলেট-সুনামগঞ্জ রোডের কুমারগাঁও বাসস্টেশন এলাকায় বারান্দার খুঁটিতে বেঁধে শারীরিক নির্যাতন করে হত্যা করা হয় শিশু রাজনকে। এরপর গত ৩ আগস্ট বিকালে মোটরসাইকেলের হাওয়া দেয়া কমপ্রেসার মেশিনের পাইপ শিশু রাকিবের পায়ুপথে ঢুকিয়ে তার পেটে হাওয়া দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়।এসএস/এমএস
Advertisement