বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ২৭ আগস্ট ধার্য করেছেন আদালত।সোমবার দুপুরে ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত তৃতীয় বিশেষ জজ আবু আহমেদ জমাদ্দারের এ দিন ধার্য করেন।এর আগে সকালে খালেদা জিয়ার আইনজীবী এডভোকেট সানাউল্লাহ মিয়া, জয়নুল আবেদীন মেজবাহ ও তাহেরুল ইসলাম তৌহিদ সাক্ষ্যগ্রহণ মুলতবি চেয়ে আদালতে আবেদন করেন।আবেদনে উল্লেখ করা হয়, খালেদা জিয়া শারীরিক অসুস্থার জন্য আদালতে উপস্থিত হতে পারেননি। তাই দুই মামলার সাক্ষ্যগ্রহণ মুলতবি রাখা হোক।অপরদিকে খালেদা জিয়ার অনুপস্থিতিতে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার সাক্ষ্য নেওয়া হয়েছে তা বাতিল চেয়ে আপিল বিভাগে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। যা বর্তমানে শুনানির অপেক্ষায় রয়েছে বলে আরও একটি আবেদন করা হয়েছে।এমএম/এআরএস/এমআরআই
Advertisement