রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াতের সুবিধার জন্য আরো একটি নতুন বাস সংযোজন করা হয়েছে। সোমবার বেলা ১১টায় বাসটির যাত্রা উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহম্মদ মিজানউদ্দিন। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাবি উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, কোষাধ্যক্ষ অধ্যাপক সায়েন উদ্দিন আহমেদ, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক মো. ছাদেকুল আরেফিন, প্রক্টর অধ্যাপক মো. তারিকুল হাসান, পরিবহন দফতরের প্রশাসক অধ্যাপক মো. সাইয়েদুজ্জামান, প্রধান প্রকৌশলী মো. সিরাজুম মুনীর প্রমুখ।উল্লেখ্য, নতুন এ বাসটিসহ বর্তমানে বিশ্ববিদ্যালয়ের বাস সংখ্যা ৪১টি। বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে সংগৃহীত ৫২ আসন বিশিষ্ট এই বাসটি ক্রয়ে প্রায় ২৮ লাখ টাকা ব্যয় হয়েছে।এসএস/এমআরআই
Advertisement