খেলাধুলা

অসহায় শিশুদের পাশে মেসি

২০১০ সাল থেকে ইউনিসেফের শুভেচ্ছাদূত হিসাবে কাজ করছেন লিওলেন মেসি। শিশুদের অধিকার রক্ষার কাজে বরাবরই সমর্থন দিয়ে যাচ্ছেন এলএম টেন। এবার নিজের দেশ আর্জেন্টিনার অভাবগ্রস্ত শিশুদের পাশে দাঁড়িয়েছেন চারবারের ব্যালন ডি’অর জয়ী এ তারকা। ইউনিসেফকে প্রায় আধা মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছেন তিনি।‘এ সান ফর দ্যা কিড’ নামক একটি অনুষ্ঠানে মেসি এই অনুদান দেন। মঙ্গলবার সুপার কাপে সেভিয়ার মুখোমুখি হচ্ছে মেসির দল বার্সেলোনা। তাই বর্তমানে বার্সেলোনায় অবস্থান করছেন এই তারকা। আর বার্সেলোনা থেকেই ভিডিও লিংকের মাধ্যমে আর্জেন্টিনায় চলমান ইউনিসেফের প্রচারণায় অংশ নেন তিনি। অর্থদানের পাশাপাশি শিশুদের জন্য শুভকামনা জানান এই কিংবদন্তী। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বলেন, ‘ভিডিওর মাধ্যমে হলেও তোমাদের সাথে থাকতে পারা সত্যিই খুব আনন্দের ব্যাপার।’আরটি/এএইচ/আরআইপি

Advertisement