পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে গত তিন দিনে ৩৬টি ফ্লাইটে দেশে ফিরেছেন মোট ৯ হাজার ৩৮৭ জন বাংলাদেশি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট ছিল ১৯টি এবং সৌদি এয়ারলাইন্সের ১৭টি।
Advertisement
জেদ্দা হজ অফিস সূত্রে জানা গেছে, সরকারি ব্যবস্থাপনায় আগত বিজি-১০৬৯ ফ্লাইটের হাজিরা বর্তমানে মদিনায় অবস্থান করছেন।
এ বছর পবিত্র হজ পালনের জন্য বিমান বাংলাদেশ ও সৌদি এয়ারলাইন্সের মোট ৩৭১টি ফ্লাইটে বাংলাদেশ থেকে সর্বমোট ১ লাখ ২৭ হাজার ২৯৮ জন (ব্যবস্থাপনা সদস্যসহ) সৌদি আরবে যান। হজ পালন করতে গিয়ে সেখানে এ পর্যন্ত মোট ১০২ জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন। এর মধ্যে পুরুষ ৮৬ জন ও নারী ১৬ জন। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ৬৫ জন, মদিনায় ৭ জন, জেদ্দায় ২ জন, মিনায় ১৮ জন এবং আরাফায় ১০ জন।
পবিত্র হজ পালন শেষে হাজিদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি ফ্লাইট শুরু হয়েছে গত ২৭ আগস্ট। শেষ হবে আগামী ২৭ সেপ্টেম্বর।
Advertisement
আরএ/এমএমজেড/এমএস