জাতীয়

অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএনসিসির অভিযান

অবৈধ স্থাপনা উচ্ছেদে আগারগাঁওয়ে অভিযান পরিচালনা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজিদ আনোয়ারের নেতৃত্বে মাহবুব মোর্শেদ সরণি ও নির্বাচন কমিশন সংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়।

Advertisement

অভিযানকালে অবৈধভাবে স্থাপিত ১৫টি নার্সারি, ২০০টি অস্থায়ী দোকানসহ অন্যান্য স্থাপনা উচ্ছেদ করে প্রায় ৫০ হাজার বর্গফুট এলাকা উদ্ধার করা হয়।

অভিযানকালে অন্যান্যের মধ্যে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ, ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান উপস্থিত ছিলেন।

এএস/এমআরএম/জেআইএম

Advertisement