খেলাধুলা

রোনালদোর শূন্যতা পূরণ করতে পারবে বেল

ক্রিশ্চিয়ানো রোনালদো রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবার পর থেকে অঘোষিতভাবেই তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন গ্যারেথ বেল। গত কয়েকটি ম্যাচে ওয়েলস ফরোয়ার্ডের পায়ের ঝলক দেখা গেছে আলাদা করেই। ওয়েলস জাতীয় দলের কোচ রায়ান গিগসও বিশ্বাস করেন, রোনালদোর শূন্যতাটা পূরণ করতে পারবেন বেল।

Advertisement

কদিন আগেই রিয়াল মাদ্রিদের সঙ্গে নয় বছরের সম্পর্কোচ্ছেদ করে জুভেন্টাসে পারি জমিয়েছেন রোনালদো। এর পর থেকে তার বিকল্প খুঁজছে লস ব্লাঙ্কোসরা। ক্লাবের ইতিহাসের সর্বকালের সেরা গোলদাতা রোনালদো, চাইলেই কি তার স্থলাভিষিক্ত পাওয়া যাবে?

আসলে সেটা সম্ভব নয়। তবে রোনালদো চলে যাওয়ার পর ২৯ বছর বয়সী বেল যে সার্ভিসটা দিচ্ছেন, তাতে আশাবাদি হতেই পারে স্প্যানিশ ক্লাবটি। ওয়েলস ম্যানেজার গিগস তার স্বদেশি সুপারস্টারকে নিয়ে বলেন, 'যখন রোনালদোর মতো একজন চলে যান, তখন তার জায়গাটা কে নেবে সেটা নিয়ে আলোচনা হওয়াই স্বাভাবিক। তার গোলস্কোরিং এবং হুমকিজনক পারফরম্যান্সের কারণেই এমনটা হবে। শূন্যস্থানটা অনেক বড়। তবে গ্যারেথ দীর্ঘদিন ধরে এই ক্লাবে থেকে অনেক অভিজ্ঞতা অর্জন করেছে।'

বেল যেভাবে নিজেকে মেলে ধরছেন, তাতে রোনালদোর জায়গাটা তিনি পূরণ করতে পারবেন বলেই বিশ্বাস ওয়েলস ম্যানেজারের, 'প্রতি বছরই তার উপর চাপ থাকে, সে খুব বুদ্ধিমত্তার সঙ্গে সেটা সামলেছে। এ বছর ব্যাপারটা একটু অন্যরকম হবে, কারণ ক্রিশ্চিয়ানো চলে গেছে। আরও অনেক খেলোয়াড় আছে, যারা এই জায়গা নেয়ার চেষ্টা করছে। তবে গ্যারেথ বড় ম্যাচে তার সামর্থ্য দেখিয়েছে। দেখিয়েছে সে যে কোনো কিছু সামলে নিতে পারে।'

Advertisement

এমএমআর/পিআর