খেলাধুলা

কঠিন বিপর্যয় সামলে লড়াই আফগানিস্তানের

১৬ রানের মধ্যেই নেই ৪ উইকেট। টিম মুরতাঘের বোলিং তোপে একটা সময় বড় লজ্জায় পড়ার মুখে ছিল আফগানিস্তান। সেখান থেকে তারা ঘুরে দাঁড়িয়েছে দারুণভাবে। হয়তো স্কোরটা বড় হয়নি। তবে শুরুর এই বিপর্যয়ের পরও যে অলআউট হয়নি আফগানরা, সেটাও এক বিস্ময়। ৫০ ওভারে ৯ উইকেটে ১৮২ রান তুলেছে সফরকারি দল।

Advertisement

বেলফাস্টে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে ব্যাট করতে নেমেছিল আফগানিস্তান। ১৩ রানের মধ্যে ৩টি উইকেট তুলে নেন মুরতাঘ। এরপর অ্যান্ডি বালবিরিনের দুর্দান্ত এক থ্রোতে রানআউট হাসমতউল্লাহ শহিদী। ১৬ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে তখন রীতিমত ধুঁকছে আফগানরা।

পঞ্চম উইকেটে রহমত শাহকে নিয়ে ৫৬ রানের একটি জুটি গড়েন অাসঘর আফগান। রহমত ৩২ রান করে সাজঘরে ফিরেন। এরপর দ্রুত আরও কয়েকটি উইকেট হারিয়ে ৮ উইকেটে ১২৯ রানে পরিণত হয় আফগানিস্তান। এর মধ্যে ছিল ৩৯ রান করা আসঘরের উইকেটটিও।

এরপর নাজিবুল্লাহ জাদরান এগিয়ে নিয়েছেন দলকে। তিনি ৪২ করে ফিরলেও আফতাব আলম ১৬ আর মুজিব উর রহমান ১২ রানে অপরাজিত ছিলেন।

Advertisement

বল হাতে আগুন ঝরানো টিম মুরতাঘ ৩০ রান খরচায় নিয়েছেন ৪টি উইকেট।

এমএমআর/জেআইএম