দেশজুড়ে

পদ্মায় নিখোঁজ কৃষকের মরদেহ

রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মা নদীতে নৌকাডুবে নিখোঁজ কৃষক আবদুল বারিক খাঁর (৫৫) মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার বিকেল ৪টার দিকে উপজেলার চকরাজাপুর সংলগ্ন পদ্মা থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

Advertisement

নিহত বারিক খাঁ চকরাজাপুরের মৃত আবদুল ওয়াহেদ খাঁর ছেলে। পদ্মার ভাঙন কবলে পড়ে বসতবাড়ি সরিয়ে উপজেলার সীমান্তবর্তী চেমাদিয়া এলাকা বসত গড়ে ছিলেন তিনি।

স্বজনরা জানায়, ভাঙন কবলিত বাড়ি থেকে মালামাল সরিয়ে আনছিলেন বারেক খাঁ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে টিনের তৈরি ছোট নৌকা করে পদ্মা পাড়ি দিয়ে যাচ্ছিলেন তিনি। কিন্তু প্রবল স্রোতে নৌকাটি ডুবে তিনি নিখোঁজ হন। এ সময় তার সঙ্গে ছিলেন প্রতিবেশী কামরুল শেখ। তিনি সাঁতরে পাশ একটি নৌকায় ওঠেন।

এ তথ্য নিশ্চিত করে বাঘার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল আজম বলেন, পদ্মার মূল প্রবাহ থেকে আধা কিলোমিটার দূরে কৃষক বারিক ডুবে গিয়েছিলেন। বুধবার বিকেলে সেখান থেকে কিছুটা ভাটিতে তার মরদেহ ভেসে ওঠে। স্থানীয়দের সহায়তায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

Advertisement

বাঘা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান জানান, এ বিষয়ে কোনো অভিযোগ পাওয়া যায়নি।

ফেরদৌস সিদ্দিকী/ আরএ/এমএস