খেলাধুলা

আবারো আলোচনায় ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ

ফ্র্যাঞ্চাইজি ফুটবল লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে আবার ঢাকায় এসেছে সকার লিগ ইন্টারন্যাশনাল। এর আগে ২০১২ সালে এই লিগ আয়োজনের প্রস্তাব নিয়ে প্রথম বাংলাদেশে এসেছিলো তারা। কিন্তু তখন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা এবং বাফুফে থেকে তেমন গুরুত্ব না পাওয়ায় কোন চুক্তি না করেই দেশে ফিরে যেতে হয়েছিল তাদের। বাংলাদেশে এসে এখনো বাফুফের সাথে আনুষ্ঠানিক বৈঠক যুক্তরাজ্য ভিত্তিক এই প্রতিষ্ঠানটির। তবে গণমাধ্যমকে বিষয়টি অবহিত করেছে এই প্রতিষ্ঠানটি। বাফুফে আগ্রহী হলে দেশের ফুটবলের উন্নয়ন ও লিগ আয়োজনে অনেক বিশাল অঙ্কের বিনিয়োগে কমপক্ষে ১০ বছরের চুক্তিতে যাবেন বলে জানান তারা।  ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) আদলে বাংলাদেশে এই লিগের নাম হওয়ার কথা বাংলাদেশ সুপার সকার লিগ (বিএসএসএল)। এসএলআই`র প্রস্তাবনা অনুযায়ী ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক লিগটি হবে ৮টি দল নিয়ে। দলের মালিকানা থাকবে দেশি ও ইউরোপিয়ান ক্লাবের অংশীদার ভিত্তিতে। আর দেশি ও বিদেশি সব ফুটবলারদের নিলামের মাধ্যমে দলে টানবে ক্লাবগুলো।এই লিগ আয়োজনের সম্ভাবনা ও সামগ্রিক দিক আলোচনা করতে মঙ্গলবার বাফুফের কর্মকর্তাদের সঙ্গে বসবেন এসএলআইয়ের এই দু’কর্তা। এর আগে সর্বশেষ ফিফার কংগ্রেসে বিষয়টি নিয়ে বাফুফের সাথে আলোচনা হয় তাদের।তবে এ ধরনের লিগ আয়োজনের পূর্ব অভিজ্ঞতা প্রতিষ্ঠানটির নেই বলে জানা গেছে। আপাতত বাংলাদেশে পরীক্ষামূলকভাবে কাজ করতে চাচ্ছে তারা। আরটি/এআরএস/পিআর

Advertisement