ক্রিকেট ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে অনন্য এক রেকর্ডে নাম লিখিয়েছেন মোহাম্মদ নবী। দেশের শততম ওয়ানডেতে অংশ নিয়ে বিশ্বরেকর্ড গড়েছেন আফগানিস্তানের এই অলরাউন্ডার।
Advertisement
আজ আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডে খেলতে নেমে এই রেকর্ড গড়েছেন নবী। এটি ছিল আফগানিস্তানের ইতিহাসের শততম ওয়ানডে, নবীরও। অর্থাৎ ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে শুরু থেকে দেশের শততম ওয়ানডে ম্যাচ পর্যন্ত খেলার গৌরব অর্জন করেছেন নবী।
এই তালিকায় তার ধারেকাছেও নেই কেউ। কেনিয়ার স্টিভ টিকোলো দেশের হয়ে ৪৯তম ওয়ানডে পর্যন্ত খেলে রেকর্ড গড়েছিলেন। জিম্বাবুয়ের হয়ে দেশের ৪২তম ওয়ানডে পর্যন্ত খেলে এই তালিকায় তৃতীয় অবস্থানে হটন।
বাংলাদেশের হয়ে এই রেকর্ডটি বর্তমান প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নুুর দখলে। দেশের প্রথম ১৯ ওয়ানডেতে টানা খেলেছেন তিনি।
Advertisement
এমএমআর/আরআইপি