জাতীয়

ব্লগার নিলয় হত্যা মামলার তদন্তভার ডিবিতে

ব্লগার নীলান্দ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) হত্যার ঘটনায় দায়ের করা মামলার তদন্তভার মহানগর গোয়েন্দা পুলিশের(ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। রোববার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের(ডিএমপি) নির্দেশনায় খিলগাঁও থানা থেকে মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়। খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়া মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম জাগো নিউজকে জানান, মামলাটি ডিবিতে স্থানান্তর করা হয়েছে। তবে ডিবির কোন কর্মকর্তাকে এ মামলার তদন্তভার দেয়া হবে তা এখনো নির্ধারণ করা হয়নি।উল্লেখ্য, শুক্রবার রাজধানীর গোড়ানে নিজ বাসায় খুন হন ব্লগার ও এনজিও কর্মকর্তা নিলয়। সেদিন রাতেই তার স্ত্রী আশামনি বাদী হয়ে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জেইউ/এআর/এএইচ/পিআর

Advertisement