আন্তর্জাতিক

সানিয়াসহ ৫৫ নারীকে মোদির ‘সারপ্রাইজ’

পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিককে বিয়ে করায় নানা কথা শুনতে হয় ভারতীয় নারী টেনিস তারকা সানিয়া মির্জাকে। সে কোন দেশের স্বাধীনতায় বেশি খুশি সম্প্রতি এমন বিতর্ক শুরু হলে কড়া জবাবও দিয়েছেন তিনি। দেশের সেই সর্বকালের সেরা নারী টেনিস তারকাকে এবার চমকে দিলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

বিশ্বের অন্যতম প্রভাবশালী টুইটার হ্যান্ডল যিনি ব্যবহার করেন সেই মোদিই টুইটারে ফলো করা শুরু করলেন সানিয়া মির্জাকে। তাও আবার রাখিবন্ধনের দিনে। তবে শুধু সানিয়া মির্জা নন, গত রোববার রাখিবন্ধনের দিন মোট ৫৫ জন নারী সেলেবদের ফলো করা শুরু করেছেন প্রধানমন্ত্রী মোদি।

সানিয়া মির্জা ছাড়া বাকিদের মধ্যে রয়েছেন- পিটি ঊষা, অশ্বিনী পোনাপ্পা, করমন কৌর থান্ডি-র মতো অ্যাথলিটরা। রয়েছেন প্রাক্তন মিস ইন্ডিয়া ও শিশু অধিকাররক্ষা কর্মী স্বরূপ, সাংবাদিক রোমানা ইসার খান, শ্বেতা সিংহ, পদ্মজা যোশী, শীলা ভট্ট, শালিনী সিংহ।

অন্যান্য যে মহিলা সেলেবদের ফলোয়ারের তালিকায় মোদি রয়েছেন তারা হলেন- কোয়েনা মিত্র, ভারত্তোলক কর্ণম মালেশ্বরী, চিত্র সাংবাদিক রেনুকা পুরী। তাদের মধ্যে বেশ কয়েকজনকে প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে রাখি বন্ধনের শুভেচ্ছাও জানিয়েছেন।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে মোট দুই হাজার জনকে ফলো করেন। অন্যদিকে মোদির ফলোয়ারের সংখ্যা ২৬.৯ মিলিয়ন টুইটার ব্যবহারকারী।

আরএস/পিআর