ক্যাম্পাস

পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

ডিপ্লোমা কোর্স চালু না করার দাবিতে মানববন্ধন করেছেন পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ শিক্ষার্থীরা। সোমবার বেলা ১১টায় পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফজলে এলাহী মজুমদার, আশরাফুল তারেক, জোবায়েরুল আলম, দ্বিতীয় বর্ষের ছাত্র মীর মো. ফাহাদ, ৩য় বর্ষের ছাত্রী আফরিন জাহানসহ অনেকে।শিক্ষার্থীরা বলেন, ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে বিএসসি কোর্সের সাথে ডিপ্লোমা কোর্স চলবে না। তাই তারা ডিপ্লোমা কোর্স চালু না করে কলেজটিকে বিশ্ববিদ্যালয়ে রুপান্তরের দাবি জানান।একে জামান/এসএস/পিআর

Advertisement