দেশজুড়ে

ভোলায় পুলিশের লাঠি চার্জ, কৃষকের মৃত্যু (ভিডিও)

ভোলায় পুলিশের লাঠি চার্জের পর পানিতে পড়ে জামাল হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় উত্তেজিত জনতা ভোলা-ভেদুরিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করে হান্নান ও মাইনুল নামের দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে রাখে।  পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে, সোমবার সকালে ভোলা-ভেদুরিয়া সড়কের সাবু হাওলাদার বাড়ি সংলগ্ন রাস্তায় ধান শুকাতে দেয় স্থানীয় কৃষক জামালসহ অন্যরা। এ সময় কনস্টেবল ও মাঈনুল এসে তাদের ধান শুকাতে বাধা দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে বাক-বিতণ্ডার এক পর্যায়ে পুলিশের লাঠির আঘাতের পর দৌঁড়ে পালানোর চেষ্টা করে জামাল। পুলিশও জামালকে ধরতে ধাওয়া করলে পুকুরে পড়ে যায় জামাল। পরে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে, জামালের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুদ্ধ হয়ে উঠেন এলাকাবাসী। তারা সড়ক অবরোধ করে দোষীদের বিচারের দাবি জানান। পরিস্তিতি নিয়ন্ত্রণে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে বিষয়টির সমাধান করা হবে বলে জানান মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাশ্বের আলী।অমিতাভ অপু/এসএস/এমএস

Advertisement