বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৯১তম জন্মজয়ন্তী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। সোমবার এস এম সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে কোরআন খানি, দোয়া মাহফিল, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে সাতটায় সুলতানের মাজারে পুষ্পমাল্য অর্পণ করা হয় জেলা প্রশাসক, জেলা আওয়ামী লীগ, এস এম সুলতান ফাউন্ডেশন, এস এম সুলতান বেঙ্গল আর্ট কলেজ, জেলা আওয়ামী লীগ, নড়াইল প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে।পরে শিশুস্বর্গে এস এম সুলতান ফাউন্ডেশনের ও জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, এস এম সুলতান ফাউন্ডেশনের সদস্য সচিব আশিকুর রহমান মিকু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনন্দ কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার মো. হেনহাজুল আলম, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু প্রমুখ।হাফিজুল নিলু/এমজেড/পিআর
Advertisement