প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেলেও পবিত্র হজ পালনকালে আরাফা, মুজদালিফা ও মিনা থেকে নিখোঁজ চার হাজির সন্ধান আজও মেলেনি।
Advertisement
নিখোঁজ ব্যক্তিরা হলেন- মো. আজিজার গোলদার পাসপোর্ট নম্বর বিটি ০৪৬২৪৩২ ও পিআইডি. ১২৩৬১৪৭, মো. মহসিন সিরাজী পিআইডি ১৪৭১২২৬, মো. জহুরুল হক পিআইডি ৮১০০৯০৩ ও রুহুল আমিন পিআইডি ০১৬৫১১৫। বাংলাদেশ হজ মিশন সূত্রে এ তথ্য জানা গেছে।
মঙ্গলবার এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মিশনের একজন কর্মকর্তা জানান, হজের আগে ও পরে মক্কা, মদিনা, মুজদালিফা ও মিনা থেকে প্রায় হাজার তিনেক নারী ও পুরুষ হারিয়ে যান বা নিখোঁজ হন। হজ ভলান্টিয়ারদের সহায়তায়, স্বেচ্ছায় কিংবা সৌদি পুলিশের সহায়তায় তাদের প্রায় সবাই ফিরে এলেও চারজন এখনও ফিরে আসেনি। নিখোঁজদের স্বজনরা তাদের খোঁজে প্রায় প্রাতদিনই মিশনে ধর্ণা দিচ্ছেন।
ধর্ম মন্ত্রণালয়ের নিয়োগপ্রাপ্ত আইটি প্রতিষ্ঠান বিজনেস অটোমেশন কর্মকর্তা রাশিদুল হাসান লিটন জানান, নিখোঁজ অনেককে খুঁজে পাওয়া গেলেও ওই চারজন নিখোঁজ রয়েছে। তাদের সন্ধান পেতে বিভিন্ন হাসপাতালে খোঁজ নেয়া হচ্ছে এবং পুলিশকে অবহিত করা হয়েছে।
Advertisement
এমইউ/জেএইচ/পিআর