রাজশাহী নগরীতে বৃদ্ধ শ্বশুর-শাশুড়িকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করেছেন এক পুত্রবধূ। মঙ্গলবার বেলা পৌনে ১১টার দিকে নগরীর বহরমপুর অচিনতলা এলাকায় এ ঘটনা ঘটে।
Advertisement
আহতরা হলেন- ওই এলাকার আব্দুর রাকিব (৬৫) ও তার স্ত্রী সুফিয়া বেগম (৬০)। এ ঘটনায় তাদের পুত্রবধূ দিল আফরোজ ওরফে আফরোজাকে (৩০) হেফাজতে নিয়েছে পুলিশ।
নগরীর রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) মশিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, সকালে পারিবারিক বিরোধের জেরে শ্বশুর আব্দুর রাবিককে ধারালো হাঁসুয়া দিয়ে কোপ দেন দিল আফরোজ। এ সময় স্বামীকে বাঁচাতে গিয়ে পুত্রবধূর হাঁসুয়ার কোপে শাশুড়ি সুফিয়া বেগমও আহত হন। স্থানীয়দের সহায়তায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেয়া হয়। মাথায় গুরুতর আঘাত নিয়ে তারা হাসপাতালের ৮ ও ৩০ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
তিনি আরও বলেন, অভিযুক্ত পুত্রবধূকে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে তার স্বামী কামাল হোসেনকে পাওয়া যায়নি। এনিয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
Advertisement
ফেরদৌস সিদ্দিকী/আরএআর/আরআইপি