রাজধানীর ধানমন্ডি এলাকাকে বর্জ্যমুক্ত হিসেবে ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। মঙ্গলবার ধানমন্ডি কলাবাগান মাঠ সংলগ্ন নব নির্মিত পাঁচটি এসটিএস-এর উদ্বোধনকালে ধানমন্ডিকে আজ (২৮ আগস্ট, মঙ্গলবার) থেকে বর্জ্যমুক্ত এলাকা হিসেবে ঘোষণা করেন তিনি।
Advertisement
সাঈদ খোকন আরও বলেন, এসব এসটিএস উদ্বোধনের মধ্য দিয়ে পুরো ধানমন্ডি ও কলাবাগান এলাকায় রাস্তার উপর বর্জ্যবাহী কন্টেইনার বা ময়লা আবর্জনা দেখা যাবে না।
অনুষ্ঠানে কলামিস্ট আবুল মকসুদ বলেন, নব নির্মিত পরিবেশ বান্ধব এসটিএসগুলো বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সিটি কর্পোরেশনের পাশাপাশি নাগরিকদের বর্জ্যমুক্ত নগরী গড়তে ভূমিকা রাখতে হবে। অন্যথায় সিটি কর্পোরেশনের একার পক্ষে এটি নিশ্চিত করা সম্ভব নয়। ডিএসসিসির কোরবানির বর্জ্য অপসারণের কাজের সাথে সম্পৃক্ত হয়ে দেখেছি এটি অত্যন্ত জটিল ও কষ্টকর কাজ।
ধানমন্ডি এলাকায় বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করায় মেয়রসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়ে সকাল-সন্ধ্যা দুইবার বর্জ্য অপসারণে আহ্বান জানান স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার ফজলে নূর তাপস।
Advertisement
অনুষ্ঠানে অন্যদের মাঝে স্থপতি ইকবাল হাবিব, ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ বিলালসহ ওয়ার্ড কাউন্সিলররা উপস্থিত ছিলেন।
এএস/আরএস/এমএস