সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার কাজী শহিদুর রহমানের সরকারি মুঠোফোন নম্বর ক্লোন করে এক নারী যাত্রীর সঙ্গে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে।
Advertisement
এ ঘটনায় স্টেশন ম্যানেজার কাজী শহিদুর রহমান বাদী হয়ে জিআরপি থানায় জিডি করেছেন। তিনি বলেন, সিলেট সিটি কর্পোরেশনের কর্মকর্তা হুসনেয়ারা লিপি নামে আমার পরিচিত এক নারী রোববার আমার সরকারি মুঠোফোন নম্বরে ট্রেনের টিকিটের জন্য কল করেন। কিন্তু কলটি অন্য ব্যক্তি রিসিভ করেন। ওই ব্যক্তি আমার সহকর্মী পরিচয় দিয়ে যাত্রী লিপিকে টিকেটের টাকা একটি বিকাশ নম্বরে পাঠাতে বলেন। পরে তিনি তা পাঠিয়ে দেন।
স্টেশন ম্যানেজার আরও বলেন, অথচ রোববার লিপির নম্বর থেকে আমার ফোনে কোনো কলই আসেনি।
তার নম্বরটি ক্লোন করা হয়েছে অভিযোগ করে শহিদুর রহমান বলেন, এটি সরকারি ফোন নম্বর হওয়ায় বিষয়টি খুবই উদ্বেগজনক। কারণ এই নম্বর থেকে আমি রেলওয়ের অনেক জরুরি নির্দেশনাও দিয়ে থাকি। তাই সোমবার থানায় আমি একটি জিডি করি। এছাড়া বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে জানানো হয়েছে।
Advertisement
প্রতারণার শিকার সিলেট সিটি করপোরেশনের কর্মকর্তা হুসনেয়ারা লিপি বলেন, স্টেশন ম্যানেজারের সরকারি ফোন হওয়ায় আমি মনে করেছিলাম সত্যি উনার সহকর্মী ফোন ধরেছিলেন। কিন্তু টাকা পাঠানোর পর ওই বিকাশ নম্বরটি বন্ধ পাই। স্টেশন ম্যানেজারের কাছে বিষয়টি জানতে চাইলে তিনি আমার কোনো কল পাননি বলে জানিয়েছেন। সেই সঙ্গে তার নম্বর অন্য কারো কাছে ছিলো না বলেও জানিয়েছেন।
সিলেট রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গির আলম জানান, ফোন নম্বর ক্লোন করে প্রতারণার বিষয়ে স্টেশন ম্যানেজার থানায় জিডি করেছেন। এই চক্রকে চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
ছামির মাহমুদ/আরএ/জেআইএম
Advertisement