আন্তর্জাতিক

শুক্রবার পার্লামেন্ট ছাড়ছেন টার্নবুল

অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল শুক্রবারই পার্লামেন্ট ছাড়বেন। নিজ দলের শীর্ষ নেতৃবৃন্দদের চাপের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াতে হলো টার্নবুলকে।

Advertisement

শুক্রবার লিবারেল পার্টির দলীয় ভোটে টার্নবুলের স্থলাভিষিক্ত হন স্কট মরিসন। টার্নবুল সরকারের অর্থমন্ত্রীর দায়িত্বে থাকা মরিসন দলের অভ্যন্তরীণ ভোটে ৪৫-৪০ ব্যবধানে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী পিটার ডাটনকে হারিয়ে প্রধানমন্ত্রী পদে জয়লাভ করেন।

এক বিবৃতিতে টার্নবুল বলেন, এই আকস্মিক ঘটনায় অস্ট্রেলিয়ানরা হয়তো হতভম্ব হয়ে গেছেন। তার এই সরে দাঁড়ানোর কারণে হয়তো আবারও উপনির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং পার্লামেন্টে মরিসনের সংখ্যাগরিষ্ঠতা হুমকির মুখে ফেলতে পারে।

সাম্প্রতিক সময়ে টার্নবুলের লিবারেল পার্টি উপনির্বাচনে হেরে গেছে। এছাড়া জনমত জরিপেও তাদের ওপর আস্থা হারিয়েছে মানুষ। এর পরেই দলের শীর্ষ নেতাদের চাপের মুখে পড়েন টার্নবুল।

Advertisement

এক দশক ধরে চলমান রাজনৈতিক নেতৃত্বের সংকটের কারণে অস্ট্রেলিয়ার কোনো প্রধানমন্ত্রীই সফলভাবে পূর্ণ তিন বছর মেয়াদ শেষ করতে পারেননি। টার্নবুলের ক্ষেত্রেও তাই ঘটল।

টিটিএন/জেআইএম