প্রীতি ম্যাচে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছে নরওয়ের ক্লাব ভ্যালেরেঙ্গা। দলের সেরা তারকাখচিত দল রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচে গোলের দেখা পায়নি। তাই গোলশূন্য ড্র করে ফিরতে হচ্ছে রাফায়েল বেনিতেজের দলকে। রোববার নরওয়ের ওসলোতে ভ্যালেরেঙ্গার বিরুদ্ধে দলের সেরা দুই তারকা রোনালদো এবং বেনজেমা ছাড়া খেলতে নামে রিয়াল। আক্রমণ ভাগের দুই স্তম্ভ গত সপ্তাহে মিউনিখে অডি কাপেও খেলতে পারেননি। কিন্তু তাদের ছাড়াও দলের আছেন বেল-রদ্রিগেজের মত তারকারা। পুরো খেলায় ছিলেন নিষ্প্রভ এই তারকরা। তবে এদিন নিজের ঘরের মাঠে দুর্দান্ত খেলেছেন ১৬ বছর বয়সী তরুণ মার্টিন ওডেগার্ড। ২৩ আগস্ট স্পোর্টিংয়ের বিরুদ্ধে লা লিগার অভিযান শুরু করছে রিয়াল। কিন্তু দল এখনও সেভাবে তৈরি হয়নি তা স্পষ্ট বোঝা গেল পারফরম্যান্স দেখেই। ম্যাচের পর হতাশ বেনিতেজ বললেন, আমাদের টিম পজিটিভ খেলেছে। আক্রমণ ভাগের খেলোয়াড়দের অভাব বোধ করেছি। সেজন্য গোলের মুখ খোলেনি। আমাদের আরও অনেক উন্নতি করতে হবে।আরটি/এআরএস/এমএস
Advertisement