দেশজুড়ে

হাটহাজারীতে চার শিশুর মৃত্যুর কারণ হাম

চট্টগ্রামের হাটহাজারীতে কয়েক দিন আগে ‘অজ্ঞাত’ রোগে যে চার শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে ছিল, তা আসলে ‘হাম’ বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদফতর।

Advertisement

সোমবার (২৭ আগস্ট) বিকেলে অধিদফতরের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন আজিজুর রহমান সিদ্দিকী।

তিনি বলেন, ‘দেশে হামের পরিস্থিতি স্বাভাবিক আছে। এটি (হাটহাজারীর ত্রিপুরাপাড়া) একটি ছোট বিচ্ছিন্ন এলাকা এবং তারা কখনোই আধুনিক চিকিৎসা নেয়নি। আধুনিক চিকিৎসা নিলে হয়তো এ প্রাণহানি ঠেকানো যেত।’

সিভিল সার্জন বলেন, স্বাস্থ্য অধিদফতর মৃত ও হাসপাতালে ভর্তি শিশুদের রক্তের নমুনা পরীক্ষা করে নিশ্চিত হয়েছে যে, এসব শিশু হামের জীবাণু দ্বারা আক্রান্ত। তারা অপুষ্টিতেও ভুগছিল। ওই পাড়ায় আরও যে ২২ শিশু অসুস্থ হয়েছে, এদের কেউ হামের টিকা পায়নি। ’

Advertisement

তিনি আরও বলেন, ‘চার শিশুর মৃত্যুর ঘটনায় একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির প্রতিবেদন পাওয়ার পর কোনো মহলের ব্যর্থতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) কর্মকর্তা রেজাউর রহমান জাগো নিউজকে বলেন, ‘অবস্থা গুরুতর হওয়ায় তিনজনকে ডিআইটিআইডি ভর্তি করা হয়েছে বলে জেনেছি। এখানে এসে ১৯ শিশুর সবাইকে দেখেছি। এদের মধ্যে একটি শিশুকে একটু ব্যতিক্রম মনে হয়েছে। বাকি সব শিশুই সর্দি-কাশির মতো স্বাভাবিক রোগে আক্রান্ত।’

গত ২৪ আগস্ট হাটহাজারীর ত্রিপুরাপাড়ার শিশুদের মধ্যে জ্বর, ফুসকুড়ি, শ্বাসকষ্ট ও খিঁচুনির মতো উপসর্গ দেখা দেয়া শুরু হয়। কিন্তু অভিভাবকরা হাসপাতালে না যাওয়ার বিষয়টি চট্টগ্রামের স্থানীয় প্রশাসন জানতে পারে চার শিশুর মৃত্যুর পর। পরে গতকাল রোববার (২৬ আগস্ট) ২২ শিশুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

‘অজ্ঞাত’ রোগে শিশুরা আক্রান্ত খবর পেয়ে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) প্রতিনিধিরা সোমবার সকালে ওই এলাকায় যান। প্রাথমিক অনুসন্ধানে ‘শিশুরা দীর্ঘদিনের অপুষ্টির কারণে এক ধরনের সংক্রমণে আক্রান্ত হচ্ছে’ বলে জানান আইইডিসিআরের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

Advertisement

জেডএ/পিআর