দেশজুড়ে

গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নারী শ্রমিক নিহত

গাজীপুরের শ্রীপুর উপজেলার রঙ্গীলা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাড়ি চাপায় পোশাক কারখানার এক নারী শ্রমিক নিহত হয়েছেন। নিহতের নাম রানু আক্তার (৩০)। তিনি কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার দিল বাগমারা গ্রামের আলাল উদ্দিনের মেয়ে এবং স্থানীয় প্যারাডাইজ স্পিনিং মিল কারখানার অপারেটর। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা প্রায় আধা ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্যারাডাইজ স্পিনিং মিলে নাইট ডিউটি শেষে সকাল ৬টায় কারখানা ছুটি হয়। পরে অন্যান্য শ্রমিকদের সঙ্গে রানু আক্তার মহাসড়ক পার হওয়ার সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিলে ঘটনাস্থলেই রানু মারা যান। এসময় বিক্ষুব্ধ শ্রমিক ও স্থানীয় জনতা সকাল ৭টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। এসময় মহাসড়কের উভয় পাশে এক কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ, শ্রমিক ও এলাকাবসীর সমঝোতায় বিক্ষুব্ধরা অবরোধ উঠিয়ে নিলে সকাল সাড়ে সাতটায় যান চলাচল স্বাভাবিক হয়। নিহত রানু পাশের মুলাইদ গ্রামের পারুলের বাড়িতে ভাড়া থেকে দেড় বছর যাবৎ ওই কারাখানায় চাকরি করতেন।                            মো. আমিনুল ইসলাম/এমজেড/এমএস

Advertisement