বিনোদন

বোরকা পরে সিনেমা হলে মাহি

ঈদুল আজহায় মুক্তি পেয়েছে মাহিয়া মাহি অভিনীত দুটি সিনেমা ‘জান্নাত’ ও ‘মনে রেখ’। সারাদেশে সত্তরটি সিনেমা হল চলছে ‘মনে রেখ’ ও ৩৫টি সিনেমা হলে চলছে ‘জান্নাত’। সম্প্রতি বোরকা পরে গোপনে নিজের সিনেমা দেখতে গিয়েছিলেন মাহিয়া মাহি। জানালেন সনি সিনেমা হলে দর্শকের সঙ্গে ‘মনে রেখ’ সিনেমাটি দেখেছেন তিনি।

Advertisement

ফেসবুক লাইভে এসে ছবি দেখার অভিজ্ঞতা শেয়ার করেছেন পোড়ামন খ্যাত এই অভিনেত্রী। মাহিয়া মাহি বলেন, ‘আমি ‘মনে রেখ’ সিনেমাটি দেখতে গিয়েছিললাম সনি সিনেমা হলে। অনেক ভালো লেগেছে। মজার ব্যাপার হল ৬টার শো দেখতে হলে ঢুকে আমি চমকে গেলাম। কারণ হলের ভেতরে চেয়ারগুলো তখনও ফাঁকা, মন খরাপ হয়ে গেল। বসে বসে ফাঁকা চেয়ার গুনছি। কিছুক্ষণ পরে দেখি একে একে দর্শক এসে পুরো হল ভরে গেল। আমি কিন্তু চাপা মারছি না।’

মাহি আরও বলেন, ‘ছবিটি দেখতে গিয়ে নতুন একটি অভিজ্ঞতা হলো, আমি আগে থেকেই শুনতাম মেয়েরা আমার ছবি বেশি দেখে। ছেলেরাও দেখে। এই ছবি দেখতে গিয়ে দেখলাম ১০০ জনের মধ্যে ৯০ জনই মেয়ে দর্শক। বুঝলাম আমরা মেয়েরা যখন হলে যাই তখন কেউ একা যাই না। প্রত্যেকেই সঙ্গে কাউকে না কাউকে নিয়ে আসি। তেমনটাই দেখলাম। কেউ বন্ধবী, কেউ বোন কিংবা বন্ধুকে সঙ্গে নিয়ে এসেছে আমার সিনেমা দেখতে। ছবিটা দেখে আমি নিজেও অনেক মজা পেয়েছি। দর্শকের উচ্ছ্বাস দেখেও অনেক ভালো লেগেছে। ছবিটা হাসি, ইমোশন এক কথায় সব আছে। বলা যায় এটা একটা পাঁচ মিশালি ছবি। প্রযোজনা প্রতিষ্ঠান ‘হার্টবিট’ আমাকে নিয়ে অনেক বড় একটা কাজ করেছে । আমি তাদের প্রতি কৃতজ্ঞ। ছবিটি অনেক ভালো একটা ছবি।’

জান্নাত ছবি নিয়ে মাহি বলেন, ‘আমরা সব চেয়ে ফেরারিট ছবি ‘জান্নাত’। ছবির নামটি শুনেই শান্তি লাগে। সামনে সপ্তাহে অনেক বড় সিনেমা হলে আসবে সিনেমাটি এই আশা করি। আমি ছবির প্রচারণা করতে পারি না। আপনারা যদি আমার দুইটা ছবি দেখেন তাহলে ছবি হিট করবে। ছবি দেখুন এবং ছবি দেখে এসে নিজের মতামত প্রকাশ করুন।’

Advertisement

‘মনে রেখ’ সিনেমায় কলকাতার অভিনেতা বনির সঙ্গে জুটি বেঁধে পর্দায় হাজির হয়েছেন মাহিয়া মাহি। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ছবিটি প্রযোজনা করেছে হার্টবিট প্রোডাকশন। অন্যদিকে মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’ সিনেমায় অভিনয় করেছেন মাহি-সাইমন জুটি।

এমএবি/এলএ/জেআইএম