ঢাকার ওয়ারীর একটি বাসায় কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে ভর্তি ১০ বছরের শিশু রোকসানার সুচিকিৎসা ও দোষীদের শাস্তির দাবিতে নড়াইলে মানববন্ধন করেছে স্থানীয়রা।
Advertisement
রোববার সকাল ১০টার দিকে নড়াইল আদালত চত্বরে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তি দাবি করেন। মানববন্ধনে জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা রহমান কবিতা, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাড আলমগীর সিদ্দিকী, এড এস এ মতিন, জেলা পরিষদ সদস্য রওশর আরা কবীর প্রমুখ বক্তব্য দেন। পরে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
প্রসঙ্গত, দীর্ঘ নির্যাতনের এক পর্যায়ে রোকসানা মানুষিকভাবে ভারসাম্য হারিয়ে ফেললে তাকে ঢাকা ইউনাইটেড হাসপাতালে ভর্তি করে পরিবারটি। সেখানে অবস্থার অবনতি হলে স্বজনদের খবর দেয়। পরে গত ১৭ আগস্ট রাতে মুর্মূষু রোকসানাকে স্বজনদের হাতে তুলে দেয়া। ১৯ আগস্ট মরনাপন্ন রোকসানাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ওয়ারী টিপু সুলতান রোড়ের আসাদুল্লাহ,তার স্ত্রী সোনিয়া ও শ্যালক ইব্রাহিমের নামে একটি মামলা হয়েছে।
Advertisement
হাফিজুল নিলু/আরএ/পিআর