দান অল্পদ্রব্য দান করিতে লজ্জিত হইও না, কেননা বিমুখ করা অপেক্ষা অল্প দান করা ভালো। - হযরত আলী (রাঃ)কষ্টার্জিত স্বল্প ধন হইতে যাহা দেওয়া হয় তাহাই সর্বশ্রেষ্ঠ দান। - আল হাদিসপ্রীতির দানে কোনো অপমান নাই কিন্তু হিতৈষিতার দানে মানুষ অপমানিত হয়। - রবীণ্দ্রনাথ ঠাকুর। প্রদীপ নিজেরে তিলে তিলে দাহ করে দেয় নিজ প্রাণ,প্রদীপ জানে কী আনন্দ দেয় তারে এই মহাদান। - কাজী নজরুল ইসলামবচনপাপও লুকায় নাসাগরও শুকায় নাঅর্থ : সাগর যেমন শুকায় না তেমনি সত্য অপ্রকাশিত থাকে না- এ কথা বোঝাতে বলা হয়।এইচআর/এমএস
Advertisement