বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় মাইক্রোবাসের ধাক্কায় অটোভ্যানযাত্রী দুই বন্ধু নিহত হয়েছেন। শনিবার রাতে উপজেলার বিজয়ঘাট এলাকায় বগুড়া-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
Advertisement
নিহত দুই বন্ধু আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন। তারা হলেন- নন্দীগ্রাম পৌর এলাকার নামুইট গ্রামের মৃত ময়েন উদ্দিনের ছেলে ফেরদৌস আলম (৪৫) ও একই উপজেলার কদমা গ্রামের মৃত মানিক উদ্দিনের ছেলে ইসমাইল হোসেন (৫০)।
নন্দীগ্রাম সদর ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক আবদুল বারী বলেন, শনিবার রাত ১০টার দিকে ফেরদৌস আলম তার বন্ধু ইসমাইল হোসেনকে সঙ্গে নিয়ে অটোভ্যানে ইউসুফপুর গ্রামে আত্মীয়ের বাড়িতে ঈদের দাওয়াতে যাচ্ছিলেন।
ভ্যানটি বিজয়ঘাট এলাকায় পৌঁছালে একটি মাইক্রোবাস ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ইসমাইল হোসেন মারা যান। গুরুতর আহত ফেরদৌস আলমকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ফেরদৌস আলম মারা যান।
Advertisement
নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
লিমন বাসার/এএম/পিআর