দেশজুড়ে

পিরোজপুরে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সরদার নিহত

পিরোজপুরের ইন্দুরকানি উপজেলায় ডিবি পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ জাকির হোসেন (৪৫) ওরফে বুড়ো জাকির নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত ব্যক্তি আন্তজেলা ডাকাত দলের সরদার বলে দাবি পুলিশের।

Advertisement

শনিবার মধ্যরাতে উপজেলার পত্তাশা বটতলা এলাকার তিন রাস্তা মোড়ে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। নিহত জাকির পিরোজপুরের কাউখালী উপজেলার জোলাগাতি গ্রামের ফজলুল হকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ইন্দুরকানী থানা পুলিশের ওসি শেখ নাসিরউদ্দিন বলেন, শুক্রবার রাতে খুলনা থেকে জাকির হোসেন নামে এক শীর্ষ ডাকাত সরদারকে গ্রেফতার করে পিরোজপুর ডিবি পুলিশের একটি দল।

তার দেয়া তথ্যানুযায়ী শনিবার রাত আড়াইটার দিকে ইন্দুরকানী উপজেলার পত্তাসী ইউনিয়নের বটতলা এলাকার তিনরাস্তা সংলগ্ন মোড়ে অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এ সময় জাকির হোসেনের সঙ্গীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পাল্টা গুলি চালায় ডিবি পুলিশ। তখন ডাকার সরদার জাকির পালাতে গেলে ডিবি পুলিশের গুলিতে ঘটনাস্থলেই নিহত হয়।

Advertisement

ওসি শেখ নাসিরউদ্দিন আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ডাকাতি, সন্ত্রাসী, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, ৫ রাউন্ড গুলি, ১টি দেশি দাসহ বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।

হাসান মামুন/এএম/এমএস