কক্সবাজার সদরের ঈদগাঁওতে ইয়াবা বিক্রি ও আসর বসিয়ে সেবন বন্ধ করতে বলায় রফিকুল ইসলাম (৩৫) ও জাবের মিয়া (২৮) নামে দু’যুবককে কুপিয়ে জখম করেছে মাদক ব্যবসায়ীরা। রোববার এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রফিকুল ইসলাম ও জাবের মিয়া তারা ইউনিয়নের উত্তর মাইজপাড়ার কবির আহমদের ছেলে।আহতরা জানান, তাদের প্রতিবেশি মৃত ছগির আহমদের ছেলে কামাল উদ্দিন নিজের বাড়িতেই ইয়াবা বিক্রি ও সেবনের আসর বসান। রাত বিরাতে বিভিন্ন এলাকার নানান অপরাধী ও মাদকসেবী তার বাড়িতে আগন করে। এনিয়ে তারা কখনো কিছু বলেননি।কিন্তু রোববার রাতে ইয়াবা সেবনে আসা এক লোক আহতদের (রফিকের) বাড়ির এক নারীকে পুকুর থেকে আসার পথে কটূক্তি করে। রাতে বিষয়টি এড়িয়ে গেলেও ভোরে নিগৃহীত হওয়ার ঘটনা জানান ওই নারী।এ বিষয়টি বলতে গেলে উল্টো ক্ষিপ্ত হয়ে যান মাদক ব্যবসায়ীরা। কথা কাটাকাটির এক পর্যায়ে জসিম উদ্দিন, কামাল উদ্দিন, তাদের সহযোগী আমান উল্লাহ, ছৈয়দ করিম ও তার ছেলে আলমগীর তাদের উপর ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।এতে রফিকের মাথায় ও জাবেরের ডান চোখের কাছে কিরিচের কোপ পড়ে মারাত্মক জখম হয়েছে। তাদের শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আহতদের প্রথমে ঈদগাঁওর একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এখানে অবস্থার অবনতি হলে তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। রফিকের মাথার জখমে ১৮টি সেলাই দিতে হয়েছে বলে জানিয়েছেন আহতের আত্মীয় হাকিম।ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই মিনহাজ মাহমুদ ঘটনাটি শুনেছেন দাবি করে বলেন, অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।সায়ীদ আলমগীর/বিএ
Advertisement