রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় পরিচয়পত্র তৈি, প্রণয়ন ও সংশোধন দালাল চক্রের ছয় সদস্যকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল শেরেবাংলা নগর থানাধীন ইসলামি ফাউন্ডেশন অফিসের সামনে তাদের আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যন্ড মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।তিনি জানান, একটি সংঘবদ্ধ দালাল চক্র আগারগাঁও ইসলামি ফাউন্ডেশন অফিসের সামনে জাতীয় পরিচয়পত্র হারানো প্রার্থীদের ফরম পুরণ, সত্যায়ন, কাগজপত্র ঘাটতি, ভুল বা ভুয়া কাগজপত্র, এমনকি ৩০০-৫০০ টাকায় হারানো আইডি কার্ড তৈরির জন্য প্রলোভন ও বিরক্ত করছিল।জাতীয় পরিচয়পত্র হারানো প্রার্থীগণ দালালচক্রের প্রস্তাবে রাজি না হওয়া পর্যন্ত দালাল চক্রের সদস্যরা সাধারণ জনগনকে নানা ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে অহেতুক নাজেহাল করে আসছিলেন।সতর্কীকরণ বিজ্ঞপ্তি প্রচারিত হওয়ার পরও দালাল চক্র গণ-উপদ্রব অব্যাহত রাখেন। এরই ধারাবাহিকতায় রোববার দুপুর ২টার দিকে র্যাব-২ এর একটি বিশেষ আভিযানিক দল দালাল চক্রের ছয় সদস্যক আটক করে। পরে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হেলাল উদ্দিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটকদের স্বীকারোক্তির ভিত্তিতে দোষী সাব্যস্ত করে জেল ও জরিমানা করেন।আটক মো. রিপন শেখকে (২৪) দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের কারাদণ্ড। মো. শাহীন আহমেদকে (২৬) দুই মাসের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, জরিমানা অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, শেখ সোহরাব হোসেনকে (৪৫) ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১৫ দিনের কারাদণ্ড, মো. সজল হাওলাদার (২০), মো. শুভ (২৪) এবং মো. আরিফ শেখকে (২৫) এক হাজার টাকা জরিমানা, অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড প্রদান করা হয়।জেইউ/বিএ
Advertisement