হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটটি স্বর্ণের বারসহ দুই ব্যক্তিকে আটক করছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটককৃতরা হলেন সাভারের আলামিন ও বদিউজ্জামান। রোববার রাত ৯টার দিকে বিমানবন্দরের ইমিগ্রেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের সহকারী কমিশনার উম্মে নাহিদা বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে আসা ইকে৫৮২ নম্বর ফ্লাইটের ওই দু’যাত্রীর কাছ থেকে উল্লেখিত স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। দু’জনের কাছ থেকে চারটি করে মোট আটটি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে। এগুলোর বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে জানান উম্মে নাহিদা।জেইউ/বিএ
Advertisement