বিনোদন

দেবীর প্রথম গানে বিয়ের আমেজ

আগমী ৭ সেপ্টেম্বর সারাদেশে একযোগে মুক্তি পাবে হুমায়ূন আহমেদের সৃষ্টি মিসির আলিকে নিয়ে নির্মিত প্রথম ছবি ‘দেবী’।ঈদুল আযহার মধ্যে এই সিনেমার প্রথম গান প্রকাশ হওয়ার কথা ছিল। সেই কথা অনুযায়িই প্রকাশ হল সিনেমাটির প্রথম গান ‘দোয়েল পাখি কন্যারে’ প্রীতমের সুর ও সঙ্গীতায়োজনে গানটিতে কন্ঠ দিয়েছেন জনপ্রিয় কন্ঠশিল্পী মমতাজ।

Advertisement

মায়াবতী কন্যারে, শালুক ফোঁটা ফুলরে, রসগোল্লার মতো মিষ্টি কন্যার হাসিরে, আয় দেইখা যা! আয় দেইখা যা!, দোয়েল পাখি কন্যারে, লাউয়ের ডগা হাতরে, আতা গাছে তোতা গান গায় তারে দেইখারে, আয় শুইনা যা, আয় দেইখা যা এমনই কথার গানটি লিখেছেন রাকিব হাসান রাহুল। জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে গানটি।

ভিডিওতে দেখা গেছে গ্রামের একটি বিয়ের আসরে সাজানো হচ্ছে কনেকে। চলছে গ্রামের কিশোর-কিশোরীদের কাদা-মাটি নিয়ে উৎসব। যেখানে উঠে এসেছে ছবিটি নির্মাণ প্রক্রিয়া ও গান রেকর্ডিংয়ের বিহাইন্ড দ্য সিন! দেখা যায়নি মিসির আলি (চঞ্চল) কিংবা রানুদের (জয়া) উপস্থিতি। তবে গানের ফুটেজে রেকর্ডিং স্টুডিওতে দেখা মিলেছে প্রযোজক জয়া আহসান, নির্মাতা অনম বিশ্বাস, কণ্ঠশিল্পী মমতাজ ও সংগীত পরিচালক প্রীতম হাসানকে।

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের জনপ্রিয় উপন্যাস ‘দেবী’ অবলম্বনে অনম বিশ্বাস পরিচালিত এই ছবিটি বাংলাদেশ সরকারের আর্থিক অনুদানের পাশাপাশি প্রযোজনা করেছে জয়া আহসানের প্রতিষ্ঠান ‘সি-তে সিনেমা’।

Advertisement

এতে চঞ্চল চৌধুরী, জয়া আহসান ছাড়াও অভিনয় করেছেন অনিমেষ আইচ, ইরেশ যাকের, শবনম ফারিয়া প্রমুখ। আর ছবিটি পরিবেশনার দায়িত্বে আছে জাজ মাল্টিমিডিয়া। অভিনেত্রী জয়া আহসান প্রযোজিত এবং চিত্রনাট্যকার অনম বিশ্বাস পরিচালিত প্রথম ছবি এটি।

গানের ভিডিও : 

এমএবি/জেআইএম

Advertisement