ক্যাম্পাস

অর্থনীতির ভবিষ্যতের জন্য তরুণ গবেষক প্রয়োজন : ড. বিরুপাক্ষ পাল

বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ড. বিরুপাক্ষ পাল বলেছেন, অর্থনীতির উজ্জ্বল ভবিষ্যতের জন্য তরুণ গবেষক প্রয়োজন। যারা আগামীতে বাংলাদেশের অর্থনীতির সঙ্কটের মোকাবেলায় বলিষ্ঠ ভূমিকা রাখবে। রোববার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অর্থনীতি বিভাগে বাংলাদেশের মুদ্রানীতির উপর অনুষ্ঠিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।সকাল ১০টায় বিভাগের আয়োজনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এই অর্থনীতিবিদ। সেমিনারটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে ড. বিরুপাক্ষ পাল ব্যক্তিগত জীবনের নানা ঘটনা-অভিজ্ঞতা শিক্ষার্থীদের সঙ্গে শেয়ার করেন এবং অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘Challenges of Making Monetary Policy in Bangladesh’ এর উপর আলোচনা পেশ করেন। এতে তিনি বাংলাদেশের ও আন্তর্জাতিক অর্থনৈতিক পলিসি নিয়ে কথা বলেন।সেমিনারে সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক মোহাম্মদ আমজাদ হোসেন। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগের অধ্যাপক আনু মুহম্মদ, সহযোগী অধ্যাপক শরমিন্দ নীলোর্মি, সহযোগী অধ্যাপক ড. খন্দকার মো. আশরাফুল মুনিম, সহকারী অধ্যাপক আমীন মাসুদ আলী, আয়েশা সিদ্দিকা, লায়লা হাসিন, নাহিদ সুলতানা প্রমুখ।হাফিজুর রহমান/বিএ

Advertisement