খেলাধুলা

সেপ্টেম্বরেই মাঠে গড়াচ্ছে ১০০ বলের ক্রিকেট

১০০ বলের ক্রিকেট। নতুন এই ফরমেটে টুর্নামেন্ট শুরু হবে ২০২০ সালে। তবে ১০০ বলের ক্রিকেটটা মাঠে গড়াচ্ছে আগামী মাসেই। পরীক্ষামূলকভাবে সেপ্টেম্বরে শুরু হচ্ছে এটি, খেলা হবে পুরুষ-নারী দুই বিভাগেই।

Advertisement

টেস্ট, ওয়ানডের পর সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছে ২০ ওভারের ক্রিকেট। এবার সেই ১২০ বলের টি-টোয়েন্টির জনপ্রিয়তা ছাড়াতে আসছে ১০০ বলের ক্রিকেট। প্রতি দল পাবে ১০০টি করে বল।

মাঠে আরও বেশি দর্শক টানার উদ্দেশ্যে ১০০ বলের ক্রিকেটটার প্রস্তাবনা। কিন্তু ছয় বলের ওভার হলে ১০০ বল মিলবে কিভাবে? এই জায়গাটাতেই রয়েছে চমক। নতুন ফরমেটে ১৫ ওভার হবে ৬ বলের। শেষ ওভারটি ১০ বলের। এতেই টি-টোয়েন্টি ম্যাচ থেকে ২০টি কম হবে দুই দলের ইনিংসে।

আগামী ১৬-১৮ সেপ্টেম্বর নটিংহাম্পশায়ারের ট্রেন্ট ব্রিজে শুরু হবে পুরুষ খেলোয়াড়দের ১০০ বলের ক্রিকেট। আর লাফবোরোতে ১৪, ১৫ আর ২৭ সেপ্টেম্বর নারীদের ক্রিকেট।

Advertisement

১০০ বলের প্রস্তাবিত টুর্নামেন্টটিতে আটটি দল খেলবে ৩৬টি ম্যাচ। আইপিএলের মতোই থাকবে প্লে-অফ আর প্লেয়ার ড্রাফটস সিস্টেম।

এমএমআর/পিআর