জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসায় উপ-নির্বাচন হচ্ছে না কুড়িগ্রাম-২ আসনে। বিরোধীদলীয় প্রধান হুইপ তাজুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে আসনটি শূন্য হলেও এখানে নির্বাচন হবে না।
Advertisement
এ বিষষে জানতে চাইলে কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জাগো নিউজকে জানিয়েছেন, আগামী ৩০ অক্টোবর থেকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে। তাই সেখানে উপ-নির্বাচন করার মতো সময় নেই।
গত ১৩ আগস্ট বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী মারা যাওয়ার পর আসনটি শূন্য হয়ে যায়। সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হওয়ার পরবর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন করার বাধ্যবাধকতা রয়েছে। আবার ২৮ জানুয়ারির পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে একাদশ সংসদ নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে ইসির।
এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন বলেন, ১৪ নভেম্বরের মধ্যে কুড়িগ্রাম-২ আসনে উপ-নির্বাচন করতে হবে। কিন্তু ৩০ অক্টোবর থেকে নির্বাচনকালীন সময় শুরু হবে আমাদের। সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতিও পুরোদমে শুরু হবে। এরই মধ্যে কুড়িগ্রাম-২ আসনটি শূন্য ঘোষণা করে গেজেট প্রকাশের পর উপ-নির্বাচন করার জন্য পর্যাপ্ত সময় থাকবে না।
Advertisement
এইচএস/এমবিআর/এমএস