আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনে আগুনে ৪ জনের মৃত্যু

মুম্বাইয়ের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে। আহতও হয়েছে আরও ১৬ জন। আবাসন ভবনটির একদম ওপরের তলায় এখনও বেশ কয়েকজন বাসিন্দা আটকে আছেন। তাদের নিরাপদে বের করে আনার চেষ্টা করছেন উদ্ধারকর্মীরা।

Advertisement

হিন্দমাতা সিনেমা হলের পাশেই ক্রিস্টাল টাওয়ার অবস্থিত। মুম্বাইয়ের পারেল এলাকায় ওই আবাসন ভবনটির চারপাশ এখনও আগুন আর কালো ধোঁয়ায় ঢেকে আছে। দমকল বাহিনী ওই অগ্নিকাণ্ডকে ‘লেভেল ৩’ মাত্রার বলে উল্লেখ করেছে।

বহুতল ভবনটির ১২ তলায় প্রথমে আগুনের সূত্রপাত হয়। তারপর তা আশপাশে ছড়িয়ে পড়তে শুরু করে। একটি ক্রেনের সাহায্যে ওপরের তলায় আটকে পড়া লোকজনকে উদ্ধার করা হচ্ছে। এখনও পর্যন্ত ৯০ জনকে উদ্ধার করেছে দমকল বাহিনীর সদস্যরা।

ভেতরে কতজন আটকা পড়ে আছেন, তা এখনও নির্দিষ্ট করে জানাতে পারেনি প্রশাসন। আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ করছে দমকলের ২০টি ইউনিট। আগুন লাগার পর স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় দমকল বাহিনীর কাছে ফোন গেছে বলে জানানো হয়। সাহায্য চেয়ে ফোন পাওয়ার পর পরই দমকল বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়।

Advertisement

টিটিএন/পিআর