দেশজুড়ে

সুন্দরবনে জাকির বাহিনীর প্রধানসহ গ্রেফতার ৮

সুন্দরবনের বনদস্যু জাকির বাহিনীর প্রধান জাকিরসহ আট বনদস্যুকে গ্রেফতার করেছে র‌্যাব-৬। এ সময় তাদের কাছ থেকে ৮টি অস্ত্র ও ১৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে মাধ্যমে বিস্তারিত জানানো হয়।

Advertisement

গ্রেফতার বনদস্যুরা হলেন- সাতক্ষীরার শ্যামনগর উপজেলার টেংরাখালী গ্রামের জাকির (২৩), ধুমঘাটস গ্রামের ওমর ফারুক (৩৫), দাতিনাখালী গ্রামের শাহ আলম সানা (৩৫), কালিঞ্চি গ্রামের মরলেব সরদার (৪৭), কালিগঞ্জ উপজেলার গড়াইখালী গ্রামের হাফিজুর রহমান (২৫), বাগেরহাট জেলার কাড়াপাড়ার মিজানুর রহমান (৩২), নওগাঁর ডাকাহাটের রফিকুল ইসলাম (৩৮), মাদারীপুরের কালিকাপুরের সবুজ আকন (৩৫) ও খুলনার বটিয়াঘাটার মোস্তাকিন (২৮)।

র‌্যাব-৬ এর অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন বলেন, সোমবার বিকেলে মালঞ্চ নদী এলাকায় দস্যুতার প্রস্তুতিকালে অভিযান চালায় র‌্যাব। এ সময় র্যাব চারিদিক থেকে তাদের ঘিরে ফেলে। পরে জাকির বাহিনীর প্রধান জাকিরসহ আট সহযোগীকে গ্রেফতার করা হয়। এ সময় সাতটি বিদেশি বন্দুক, একটি এয়ারগান ও ১৪৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আকরামুল ইসলাম/এএম/এমএস

Advertisement