শরীয়তপুরের ছয় উপজেলার ৩১ গ্রামে সুরেশ্বরী (র.) অনুসারীরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ মঙ্গলবার ঈদুল আজহা উদযাপন করছেন।
Advertisement
জেলার বেশ কয়েকটি স্থানে ঈদের জামাত অনুষ্ঠিত হলেও প্রধান ও বড় জামাত অনুষ্ঠিত হয় নড়িয়া উপজেলায় সুরেশ্বর দরবার শরিফ মাঠে। সকাল ৯টায় এ জামাত অনুষ্ঠিত হয়।
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের ৬৯টি দেশে মঙ্গলবার ঈদুল আজহা উদযাপিত হচ্ছে। মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে সুরেশ্বর দরবার শরিফের প্রতিষ্ঠাতা হজরত জান শরিফ শাহ সুরেশ্বরীর (র.) অনুসারীরা আজ ঈদ উদযাপন করছেন।
সুরেশ্বর দরবার শরিফের বর্তমান পীর শাহ নুরে কামাল নুরী বলেন, সুরেশ্বর দরবার শরিফ মাঠে মঙ্গলবার সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। শরীয়তপুরের ছয়টি উপজেলার ৩১ গ্রামের অর্ধলক্ষাধিক ধর্মপ্রাণ মানুষ উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।
Advertisement
মো. ছগির হোসেন/এএম/এমএস