আশঙ্কা ছিল আগেই। দীর্ঘ আড়াই বছর খেলার বাইরে থাকা কাবাডির মেয়েরা যে এশিয়ান গেমসের পদক ধরে রাখতে পারবে না, সেটাও অনুমিত ছিল। বাস্তবে হলোও তাই। গত দুটি এশিয়ান গেমসে ব্রোঞ্জ পাওয়া মেয়েরা এবার ফিরছে শূন্য হাতে।
Advertisement
নারী কাবাডিতে এবার বাংলাদেশের মেয়েরা কোনো ম্যাচই জিততে পারেনি। চাইনিজ তাইপের কাছে ৪৩-২৮ পয়েন্টে হেরে গেমস শুরু করেছিল মালেকা-শিলারা, মঙ্গলবার গেমস শেষ করলো কোরিয়ার কাছে ৫২-২৫ পয়েন্টে হেরে। মাঝে ইরানের কাছে হেরেছে ৪৭-১৯ পয়েন্টে।
গত দুই এশিয়ান গেমসে পুরুষ দল শূন্য হাতে ফিরলে কাবাডিতে পদক পাওয়ার ঐতিহ্য ধরে রেখেছিল মেয়েরা। এবার ফেডারেশনের উদাসীনতায় মেয়েরাও খালি হাতে ফিরছে।
আরআই/এমএমআর/পিআর
Advertisement