খেলাধুলা

ভারতকে হারাতে বিশ্বরেকর্ড গড়তে হবে ইংল্যান্ডকে

টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ডটি ৪১৮ রানের। ইংল্যান্ডকে জিততে হলে করতে হবে ৫২১ রান। নটিংহামে স্বাগতিকদের এমনই কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছে বিরাট কোহলির ভারত। জয়ের লক্ষ্যে খেলতে নেমে তৃতীয় দিন শেষে বিনা উইকেটে ২৩ রান তুলেছে ইংলিশরা।

Advertisement

শেষ বিকেলে ৯ ওভার ব্যাটিং করেছে ইংল্যান্ড। দুই ওপেনার কেটন জেনিংস আর অ্যালিস্টার কুক দেখেশুনে এই সময়টা কাটিয়ে দিয়েছেন। জেনিংস ১৩ আর কুক ৮ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবেন।

এর আগে বিরাট কোহলির দুর্দান্ত এক সেঞ্চুরিতে ভর করে ৭ উইকেটে ৩৫২ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে ভারত। একটা সময় অবশ্য আরও ভালো অবস্থানে ছিল সফরকারিরা। ২ উইকেটেই তারা তুলে ফেলেছিল ২২৪ রান।

সেখান থেকে দারুণভাবে লড়াইয়ে ফেরেন ইংলিশ বোলাররা। দ্রুত কয়েকটি উইকেট তুলে নেন। তবে শেষদিকে নেমে ৫২ বলে ৫২ রানের হার না মানা এক ইনিংস খেলে লিডটা বলতে গেলে ধরাছোঁয়ার বাইরে নিয়ে যান হার্দিক পান্ডিয়া।

Advertisement

এমএমআর/পিআর