জাতীয়

ক্যাডেট কলেজসমূহের অসাধারণ সাফল্য

এ বছর (২০১৫) উচ্চ মাধ্যমিক পরীক্ষায় শতভাগ পাস করে অসাধারণ সাফল্য অর্জন করেছে সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত দেশের ১২টি ক্যাডেট কলেজ। ১২টি কলেজ হতে মোট ৬০৫ জন পরীক্ষার্থীর পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়েছে। আর জিপিএ ৫ পেয়েছে ৫৯৫ জন। যা শতকরা হারে ৯৮ দশমিক ৩৫ শতাংশ।রোববার প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, দেশের ১২টি ক্যাডেট কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় ৬০৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৫৯৫ জন শিক্ষার্থী। বাকি ১০ জন শিক্ষার্থী পেয়েছে জিপিএ ৪ করে।এদের মধ্যে শতভাগ পাস ও জিপিএ ৫ প্রাপ্ত প্রতিষ্ঠান ৮টি। যার মধ্যে রয়েছে মির্জাপুর ক্যাডেট কলেজ    ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ পাসসহ জিপিএ ৫ পেয়েছে ৪৭ জন। রাজশাহী ক্যাডেট কলেজ থেকে ৪৭ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ এর সংখ্যা শতভাগ। সিলেট ক্যাডেট কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৫১ জনই জিপিএ ৫ পেয়েছে। রংপুর ক্যাডেট কলেজ থেকে ৪৯ শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ৫ পেয়েছে। কুমিল্লা ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ ৫ সহ উত্তীর্ণ হয়েছে। বরিশাল ক্যাডেট কলেজ থেকে ৫৩ জন শিক্ষার্থীর সবাই জিপিএ ৫ নিয়ে উত্তীর্ণ হয়। জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫৪ জনের সবাই জিপিএ ৫ পেয়েছে এবং পাবনা ক্যাডেট কলেজ এর ৫৪ শিক্ষার্থীর সবাই জিপিএ ৫ পেয়েছে।এছাড়া ৪টি প্রতিষ্ঠান শতভাগ পাস করলেও শতভাগ জিপিএ ৫ লাভ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ। এখান থেকে পরীক্ষায় অংশ নেয় ৪২ জন শিক্ষার্থী, যার মধ্যে শতভাগ কৃতকার্যসহ জিপিএ ৫ পেয়েছে ৪১ জন। ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে ৫৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে জিপিএ ৫ পায় ৫৪ জন শিক্ষার্থী। অন্য দু’জন পায় জিপিএ ৪। ময়মনসিংহ গার্লস ক্যাডেট কলেজ থেকে ৪৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে শতভাগ পাশসহ ৪২ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। বাকি ৬ জন পেয়েছে জিপিএ ৪। ফেনী গার্লস ক্যাডেট কলেজ থেকে ৫১ জন পরীক্ষার্থীর ৫০ জন জিপিএ ৫ পেলেও ১ জন জিপিএ ৪ পেয়েছে।উল্লেখ্য, রোববার সকাল ১০টায় উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ। পরে দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী।এমএইচ/আরএস/এমআরআই

Advertisement