জাতীয়

নিলয়ের জিডি না নেয়ার প্রমাণ পাওয়া যায়নি : আইজিপি

ব্লগার নিলাদ্রী চট্টোপাধ্যায় (নিলয় নীল) খুন হওয়ার ৩ মাস আগে খিলগাঁও থানায় নিরাপত্তা চাইতে গেলে তাঁর জিডি নেয়নি পুলিশ। তবে পুলিশের বিরুদ্ধে জিডি না নেয়ার কোন প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজি) এ কে এম শহীদুল হক।সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার বিকেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তিনি।আইজিপি বলেন, জিডির বিষয়টি নিয়ে পুলিশের খিলগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি), সহকারী কমিশনার (এসি) এবং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) সঙ্গে কথা বলেছি। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিএমপি) এবং পুলিশ হেড কোয়ার্টার্স আলাদাভাবে তদন্ত করে এই নামের (নিলাদ্রী চট্টোপাধ্যায়) কাউকে জিডি করতে আসার তথ্য খুঁজে পায়নি।তবে যদি কারো সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া যায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।এআর/এসআইএস/এমআরআই

Advertisement