রাজধানী থেকে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষের প্রবেশদ্বার হিসাবে খ্যাত পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে সোমবার সকাল থেকেই যানবাহনের চাপ রয়েছে। এগুলোর মধ্যে বড় গাড়ির তুলনায় ছোট গাড়ির চাপ বেশি।
Advertisement
তবে ফেরি চলাচল স্বাভাবিক থাকায় ঘাটে যানবাহনের চাপ থাকলেও যাত্রীদের বড় ধরনের কোনো ভোগান্তিতে পড়তে হচ্ছে না।
বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক সালাউদ্দিন আহম্মেদ জানান, তিন দিন ধরেই ঘাটে যানবাহনের চাপ রয়েছে। আজও সকাল থেকেই ছোট গাড়ির বেশ চাপ। তবে ছোট গাড়ি সরাসরি ঘাটে আসতে দেয়া হচ্ছে না। যানজট এড়াতে আইন-শৃঙ্খলাবাহিনী মহাসড়কের টেপড়া বাসস্ট্যান্ড থেকে গাড়ি গুলোকে আঞ্চলিক সড়ক দিয়ে ৫ নম্বর ঘাটে পাঠাচ্ছে।
ছোট গাড়ির জন্য ৫ নম্বর ঘাট ব্যবহার করা হচ্ছে। বাকি ৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে পারাপার করা হচ্ছে বাস ও ট্রাকসহ অন্যান্য পরিবহন।
Advertisement
তবে যানবাহনের দীর্ঘসারি মাঝে মধ্যেই কয়েক কিলোমিটার পযন্ত বিস্তৃত হচ্ছে।
বিআইডব্লিউটিসি কর্মকর্তারা আরো জানান, ছোট বড় ১৯টি ফেরি দিয়ে যানবাহন পারপার করা হচ্ছে। সবকটি ফেরি সচল থাকায় যানবাহনগুলোকে ঘাটে খুব একটা সময় অপেক্ষায় থাকতে হচ্ছে না। এই পরিস্থিতি থাকলে ঘরমুখো মানুষ নিরাপদ এবং নিবিঘ্নে নদী পারাপার হতে পারবেন।
খোরশেদ/এফএ/জেআইএম
Advertisement