জাতীয়

এমআইএসটি’তে অনুষ্ঠিত প্রশিক্ষণ কোর্সের সনদ বিতরণ

প্রোফেশনাল ট্রেইনিং কোর্স অন প্রোমোশন অব ইনডাস্ট্রিয়াল, সোশাল অ্যান্ড এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ড ইন ইপিজেডএস অব বাংলাদেশ এবং প্রোফেশনাল বিল্ডিং ডিজাইন ইউজিং এইটিএবিএস ২০১৫ বিষয়ক প্রশিক্ষণের সনদ বিতরণ  অনুষ্ঠিত হয়েছে। শনিবার রা মিরপুর সেনানিবাসস্থ মিলিটারি ইনস্টিটিউট অব সাইন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)’র মাল্টিপারপাস অডিটোরিয়ামে এ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে এমআইএসটি’র কমান্ড্যান্ট মেজর জেনারেল মো. ছিদ্দিকুর রহমান সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ বিতরণ করেন এবং তাদের উদ্দেশে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। প্রসঙ্গত, এমআইএসটিতে গত ২৮ জুলাই থেকে ৯ আগস্ট ২০১৫ পর্যন্ত অনুষ্ঠিত `Professional Training Program on Environmental Management in Export Processing Zones of Bangladesh` বিষয়ক প্রশিক্ষণ কোর্সে দুটি গ্রুপে বেপজার ৮১ জন কর্মকর্তা ও কাউন্সিলর অংশগ্রহণ করেন এবং সাফল্যের সাথে কোর্স সম্পন্ন করেন। এছাড়াও গত ৩১ জুলাই থেকে ৮ আগস্ট ২০১৫ পর্যন্ত বেপজা এবং এমআইএসটি’র পুর কৌশল বিভাগের উদ্যোগে আয়োজিত `Professional Building Design Using ETABS-২০১৫` বিষয়ক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়। কোর্সটিতে BAPEX, H&M, Exin Group সহ বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আগত ৫২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে।  এমআইএসটিতে অনুষ্ঠিত এ সকল কোর্সসমূহ বাংলাদেশের ইপিজেডসমূহে শিল্প, সামাজিক ও পরিবেশগত মান উন্নয়ন এবং ETABS-২০১৫ ব্যবহারে প্রফেশনাল বিল্ডিং ডিজাইন ব্যবস্থাপনায় অংশগ্রহণকারীদের পেশাগত দক্ষতা বৃদ্ধি করবে।অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বেপজা ও বিশ্ব ব্যাংক থেকে আগত অতিথি, এমআইএসটি’র ডিন, শাখা প্রধান, বিভাগীয় প্রধান ও কর্মকর্তাগণ ইপিজেডের কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এর পরিচালকের পক্ষ থেকে সহকারী তথ্য অফিসার ওয়াজির উদ্দিন আহমেদ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। এমএম/এসএইচএস/পিআর

Advertisement