খেলাধুলা

রোনালদোর অভাব ঘোচালেন বেল, সহজ জয় রিয়ালের

গত নয় বছর ধরে রিয়াল মাদ্রিদের সবচেয়ে বড় তারকা ছিলেন পর্তুগিজ সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। কিন্তু চলতি মৌসুমের শুরুতে রোনালদো রিয়াল ছেড়ে চলে যায় জুভেন্টাসে, স্প্যানিশ ক্লাবটিতে দেখা দেয় শূন্যতা। সবার মনে ছিল একই প্রশ্ন, কে পূরণ করবেন রোনালদোর শূন্যস্থান?

Advertisement

রোনালদোকে ছাড়া প্রতিযোগিতামূলক ম্যাচের প্রথমটিতেই উয়েফা সুপার কাপে ৪-২ গোলে হেরে গিয়েছিল রিয়াল। বাকি ছিল স্প্যানিশ লা লিগায় রোনালদোবিহীন ম্যাচ খেলার। তবে লা লিগায় আর ভুল করেনি হুলেন লোপেতেগুইয়ের শিষ্যরা। গেতাফের বিপক্ষে সহজ জয়েই শুরু করেছে ঘরোয়া মৌসুম।

পর্তুগিজ সুপারস্টারের অভাব বুঝতে দেননি ওয়েলসের রাজপুত্র গ্যারেথ বেল। নিজে করেন এক গোল, সহায়তা করেছেন সতীর্থের এক গোলে। রিয়ালও হয় পেয়েছে ঠিক ২-০ গোলেই। ঘরের মাঠে স্বস্তির জয়ে প্রশান্তির আভা দেখা দিয়েছে রিয়াল কোচের চোখেমুখেও।

সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে স্বাগতিকরা। ১৬তম মিনিটে এগিয়ে যাওয়ার প্রথম সুযোগ হাতছাড়া হয় বেলের হেড ক্রসবারে লেগে ফেরত আসলে। তবু দমে যায়নি রিয়াল।

Advertisement

বরং ম্যাচের ২০ মিনিটে পেয়ে যায় মৌসুমে নিজেদের প্রথম গোল। বারে লেগে গোলবঞ্চিত হওয়া বেল ক্রস নেন ডি-বক্সে থাকা সতীর্থের উদ্দেশ্যে। প্রাথমিক প্রচেষ্টায় গেতাফের গোলরক্ষক তা ক্লিয়ার করলেও ফিরতি বল পেয়ে যায় ফাঁকায় থাকা দানি কারভাহাল। ঠাণ্ডা মাথার ফিনিশিংয়ে দলকে লিড এনে দেন এই স্প্যানিশ ডিফেন্ডার।

প্রথমার্ধে আর কোন গোল না হলে ১ গোলের লিডেই বিরতিতে যায় রিয়াল। মাঠে ফিরে ম্যাচের ৫১তম মিনিটেই পেয়ে যায় দ্বিতীয় গোল। এবার নায়ক পুরো ম্যাচেই দুর্দান্ত খেলতে থাকা বেল। অ্যাসেনসিওর পাস ধরে সহজেই পরাস্ত করেন গেতাফের গোলরক্ষককে। সহজ জয়েই মাঠ ছাড়ে ৩৪তম লিগ শিরোপার আশায় থাকা রিয়াল মাদ্রিদ।

এসএএস/জেআইএম

Advertisement