শিক্ষা

প্রাণ ফ্রুটো ভিকারুননিসা বিজ্ঞান উৎসবের সমাপ্তি

জমকালো আয়োজনে শেষ হলো ৪ দিনব্যাপী প্রাণ ফ্রুটো ১৮তম ভিকারুননিসা বিজ্ঞান উৎসব। রোববার বিকেলে ভিকারুননিসা নুন স্কুল মিলনায়নে এই উৎসবের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় বিজ্ঞান মেলার সমাপনী অনুষ্ঠান। পরবর্তীতে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। এরপর অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এমিরেটাস অধ্যাপক ড. আইনুন নিসাত। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন- ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক মেহতাব খানম, প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান।সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মোছা. সুফিয়া খাতুন। এছাড়া অনুষ্ঠানে আরাে উপস্থিত ছিলেন- ভিকারুননিসা সাইন্স ক্লাবের সভাপতি তাসমিয়া হামিদ কান্তা, সাইন্স ক্লাবের জন্মদাত্রী সাবেক অধ্যক্ষ রোকেয়া বেগম, পরিচালক মাজেদা বেগম প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে মাজেদা বেগম অার্থিক সহায়তার জন্য প্রাণ-আরএফএল গ্রুপকে ধন্যবাদ জানিয়ে বলেন, এ বছর ২ হাজার নতুন শিক্ষার্থী বিজ্ঞান ক্লাবের সদস্য হয়েছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য উপস্থিত সবাইকে স্বাগত জানান তিনি। বিশেষ অতিথির বক্তব্যে প্রাণ-আরএফএল গ্রুপের চিফ অপারেটিং অফিসার আনিসুর রহমান ভিকারুননিসার এই আয়োজনে প্রাণ ফ্রুটোকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, এ রকম অনুষ্ঠানে বাংলাদেশের অনেক প্রতিষ্ঠানে প্রাণ-আরএফএল গ্রুপ স্পন্সর হয়ে থাকে। সম্প্রতি আমেরিকায় নাস ভ্রমণের নানা অভিজ্ঞতা ক্ষুদে বিজ্ঞানীদের সঙ্গে শেয়ার করেন তিনি বলেন, মহাকাশ গবেষণা সংস্থা নাসা নিয়ে নানা কৌতুহলের কথা শোনা গেলেও সেখানে সবার জন্য ভ্রমণ করা উন্মুক্ত করে দেয়া হয়েছে। এছাড়া ভিকারুননিসার শিক্ষার্থীদেরকে প্রাণ ফ্রুটো ফ্যাক্টরি ভ্রমণ করার প্রস্তাব দেন তিনি। এর আগেও ভিকারুননিসার শিক্ষার্থীরা প্রাণ ফ্রুটোর ফ্যাক্টরি ভ্রমণ করেছে বলেও তিনি জানান। মেহতাব খানম বলেন, বিদ্যালয় বা মহাবিদ্যালয়ে নানা রকম মানুষিক চাপ নিয়ে সামনে এগিয়ে যেতে হয়। তাই পড়ালেখার পাশাপাশি মনের পরিচর্যার জন্য শিক্ষার্থীদের সহযোগিতার প্রয়োজন। তিনি আরো বলেন, বিজ্ঞানী হতে চেয়েছিলাম। তাই কেমেস্ট্রিতে ভর্তি হতে পরিবার থেকে চাপ প্রয়োগ করা হয়েছিল। পরবর্তীতে কাকতালীয়ভাবে মনোবিজ্ঞান বিষয়ে পড়ালেখা করেছি। প্রধান অতিথির বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে ড. আইনুন নিশাত বলেন, বিজ্ঞানের ছাত্র থেকে প্রকৌশলী হয়েছি। পোকা-মাকড়, গাছপালা নিয়ে কাজ করেছি। শেখার কোন পরিধি নেই। বোঝা হিসেবে নিলে শিক্ষাকে উপভোগ করতে পারবে না। তিনি বলেন, যে বিষয়ই পড়তে চাও না কেন বিজ্ঞান বিষয়টা অাসবেই। জীবন উপভোগ করার জন্য, উশৃঙ্খলতার জন্য নয়।সবাইকে বই পড়ার পরামর্শ দেন তিনি। পাশাপাশি যে কোন বিষয় নিয়ে গুজবে কান না দেয়ার জন্য শিক্ষার্থীদেরকে পরামর্শ দেন। অনুষ্ঠানের শেষে বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়। এমএম/এসএইচএস/আরএস/আরআইপি

Advertisement