খেলাধুলা

শ্যুটিংয়ের শুরুর দিনটিও হতাশার

শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে ১৮ তম এশিয়ান গেমস। তবে তার আগেই মাঠে গড়িয়েছে ফুটবল। উদ্বোধনের পর রোববার থেকে পুরোদমে শুরু পদকের লড়াই। বাংলাদেশও রোববার অংশ নিয়েছে কাবাডি, সাঁতার ও শ্যুটিংয়ে।

Advertisement

কাবাডি ও সাঁতারের মতো শ্যুটিং রেঞ্জ থেকেও ব্যর্থতার খবর পাঠিয়েছেন বাংলাদেশের ক্রীড়াবিদরা। পালেমবাং জেএসসি শ্যুটিং রেঞ্জে ১০ মিটার এয়ার রাইফেলের মিশ্র দলগত ইভেন্টে অংশ নিয়ে ৮১৪.৯ স্কোর করে বাংলাদেশ ২২ দেশের মধ্যে হয়েছে ১৩তম।

এ ইভেন্টে অংশ নিয়েছিলেন অর্ণব শারার ও সৈয়দা আতকিয়া হাসান। অর্ণব শারার করেছেন ৪০৯.৯ স্কোর আর সৈয়দা আতকিয়া হাসান স্কোর করেছেন ৪০৫.০।

১০ মিটার এয়ার পিস্তল মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ ২১ দেশের মধ্যে হয়েছে ১৯ তম হয়েছে ৭৩৪ স্কোর করে। এ ইভেন্টে অংশ নিয়েছেন নূর হাসান আলিফ ও আরদিনা ফেরদৌস। নূর হাসান আলিফের স্কোর ৩৬৫ ও আরদিনা ফেরদৌসের ৩৬৯।

Advertisement

আরআই/এমএমআর/জেআইএম