জাতীয়

৩৫ শিক্ষা প্রতিষ্ঠানে কেউ পাস করেনি

এ বছর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষায় বেড়েছে শূন্য পাস শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা। অর্থাৎ কেউ পাস করেনি এমন শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে।রোববার প্রকাশিত ফল থেকে দেখা যায়, এবার সারা দেশের ৩৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে একজন শিক্ষার্থীও পাস করেনি। গতবার এর সংখ্যা ছিলো ২৪টি। সে হিসেবে শূন্য পাস করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা ১১টি বেড়েছে।শূন্য পাস করা ৩৫ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে ঢাকা, রাজশাহী, বরিশাল ও দিনাজপুর বোর্ডে ৫টি করে এবং যশোর বোর্ডে সর্বোচ্চ ১৩টি। আর মাদরাসা থেকে ২টি শিক্ষা প্রতিষ্ঠানের কেউ পাস করতে পারেনি। এসএ/একে/পিআর

Advertisement