পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ। আর এবারের ঈদ যাত্রার শুরুতেই ২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতুতে ৩২ লাখ টাকা বেশি টোল আদায় হয়েছে। শুক্রবার সকাল ৬টা হতে শনিবার সকাল ৬টা পর্যন্ত সেতুর দুই পাড়ে টোল আদায় হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা। এর আগে গত বছর টোল আদায় হয়েছিল ২ কোটি ২৬ লাখ টাকা।
Advertisement
২৪ ঘণ্টায় বঙ্গবন্ধু সেতু দিয়ে ২৫ হাজার যানবাহন পারাপার হয়েছে বলে জানিয়েছে সেতু কর্তৃপক্ষ। তবে এ বছর সেতু পারাপারে ট্রাকের সংখ্যা বেশি ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, টোল আদায়ে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ছাড়াই বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ (বিবিএ) নিজস্ব পরিচালনায় বঙ্গবন্ধু সেতুতে টোল আদায় করছে। এর আগে গত ১৪ জুলাই রাত ১২টার দিকে কমিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) এর কাছ থেকে সেতুর টোল আদায় বুঝে নেয় বিবিএ।
এ প্রসঙ্গে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, গত বছরের তুলনায় এ বছর টোল আদায়ে রেকর্ড হয়েছে। গত ২৪ ঘণ্টায় ২ কোটি ৫৮ লাখ টাকার টোল আদায় হয়েছে সেতুর দুই পাড়ে স্থাপিত টোল প্লাজা থেকে। এর মধ্যে ট্রাকের সংখ্যাই ছিল বেশি।
Advertisement
আরিফ উর রহমান টগর/আরএআর/জেআইএম